এর নিয়ন্ত্রনে ১৫টি উপজেলা এবং ২টি থানার মাধ্যমে (চট্টগ্রাম শহরের ৪১টি ওয়ার্ডকে ডবলমুরিং এবং পাঁচলাইশ থানার সমন্বয়ে বিভক্ত করে) পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই কার্যক্রম জেলা-উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড-ইউনিট পর্যায়ে ব্যাপ্ত।
উপজেলা গুলো হচ্ছে-
১. রাঙ্গুনিয়া
২. ফটিকছড়ি
৩. হাটহাজারী
৪. সীতাকুন্ড
৫. মীরসরাই
৬. রাউজান
৭. সন্দ্বীপ
৮. বোয়ালখালী
৯. সাতকানিয়া
১০. চন্দনাইশ
১১. বাঁশাখালী
১২. আনোয়ারা
১৩. পটিয়া
১৪. লোহাগাড়া
১৫. কর্ণফুলি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মধ্যে অবস্তিত দুটি থানা হলো-
১. ডবলমুরিং
২. পাঁচলাইশ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস